সুমন ভূইয়া সাভারঃ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাভার মডেল থানায় জীবাণুনাশক স্প্রে চেম্বার স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ঢাকা জেলার সাভার মডেল থানার প্রবেশ পথে এ চেম্বারটি স্থাপন করে দেন আল-মুসলিম গ্রুপ। এর মধ্যদিয়ে পুলিশ সদস্য ও থানায় আগত সেবাগ্রহীতাদের পোশাকসহ শরীরে বাহ্যিকভাবে বহনকৃত জীবাণু অনেকাংশে ধ্বংস করা সম্ভব হবে।
সাভার মডেল থানা ভবনের প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে চেম্বারটি। একে একে যেখানে প্রবেশ করছেন পুলিশ সদস্যসহ সেবা নিতে আসা ব্যাক্তিরা। প্রবেশের পরপরই কক্ষে স্থাপিত বেশ কয়েকটি নজেল থেকে নিঃসরিত হচ্ছে ব্লিচিং মিশ্রিত পানি। যা আগত মানুষের পোশাক এবং দেহের ওপরিভাগে লেগে থাকা জীবাণু ধ্বংস করে ফেলে। এতে উচ্ছ্বসিত পুলিশ কর্মকর্তা সহ থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষও।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, এরমধ্যে যে প্রবেশ করবে তার শরীরের মধ্যে জীবাণুনাশক স্প্রে হবে। তখন সে জীবাণু মুক্ত হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে এ জীবাণুনাশক চেম্বার পুলিশ সদস্য সহ থানায় আগত সেবাগ্রহীতাদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
থানায় প্রবেশের মুখে জীবাণুনাশক স্প্রে চেম্বার স্থাপনের উদ্যোগের প্রশংসা করে স্বাগত জানিয়েছেন সাভারের সচেতন।