• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
মধুখালীতে সস্ত্রীক বীর মুক্তিযোদ্ধাকে আহত করার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পূর্বপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী সহ তিনজনকে আহত করার ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মো: আব্দুল জলিল।

গ্রেপ্তারকৃত ওই আসামির নাম পল্লব কুমার রায় (১৯)। সে একই ইউনিয়নের বটপাড়ার পরিমল কুমার রায়ের সন্তান। মাদকাসক্ত পল্লব নেশার টাকা জোগাড়ের জন্য চুরি করতে যেয়ে দেখে ফেলায় তাদেরকে স্টিলের‌ স্টিক দিয়ে আহত করে বলে প্রেস ব্রিফিংয়ে জানান পুলিশ সুপার।

গত শুক্রবার রাত আটটার দিকে ডুমাইনের পূর্বপাড়ার বসু বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আহত‌ হন বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৫), তার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী কাকলী বসু (৬০) ও প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৫)। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শ্যামলেন্দু বসু আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সৌগত বসু।

পরের দিন সৌগত বসু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান, চূরির ওই মামলার ভিত্তিতে গুপ্তচর নিয়োগ ও গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনায় জড়িতকে সনাক্ত করে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ঘটনার বর্ণনা দিয়েছে সে।

এদিকে ঘটনা পরপর আহত বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসুকে ধারালো ছোল দিয়ে আঘাত করার কথা বলা হলেও পরবর্তীতে‌ তদন্তে জানা যায়, কাকলি বসু এবং প্রীতি ভালোর মতো তাকেও স্টিলের তৈরি একটি বিশেষ ধরনের চাইনিজ স্টিক দিয়ে তার মাথায় সজোরে একাধিক আঘাত করে পল্লব। ঘটনার পর ওই রাতে কোথা দিয়ে‌ সে ঘরে ঢুকেছে, কিসের জন্য তাদের আহত করেছে এবং কিভাবে ঘটনার পর বেরিয়ে গেছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।

পুলিশ সুপার বলেন, চুরি করতে এসে দেখে ফেলায় তাদের আঘাত করা হয় বলে জানিয়েছে পল্লব। পুলিশ এ ঘটনায় ব্যবহৃত ওই স্টিলের স্টিকটি উদ্ধার করেছে। পাশাপাশি ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা ধারালো ছোলটি শ্যামলেন্দু বসুর বাড়িতেই রাখা ছিল‌। চোরের উপস্থিতি টের পেয়ে শ্যামলেন্দু বস ওই ছোলসহ চোরকে খুঁজতে দোতলায় ওঠার পথে হামলার শিকার হন। আর তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হন অন্যরা।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোহাম্মদ ইমরুল হাসান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।