বোয়ালমারীতে ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিক মেহেদী হাসান বাবু (১৯) নামের এক যুবককে সোমবার (০৬.০৪.২০) বিকেলে আটক করেছে থানা পুলিশ। ভিক্টিম নারী (২৬) সোমবার রাতে মেহেদী হাসান বাবুকে একমাত্র আসামি করে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। মামলা নম্বর-৬।
পরিবার ও মামলার সূত্রে জানা যায়, একই ইউনিয়নের কেওয়াগ্রামের বাসিন্দা মেয়েটির প্রায় এক বছর আগে অন্যত্র বিয়ে হয়। কিন্তু মেহেদীর সাথে সম্পর্ক থাকায় মেয়েটির বিয়ের সাত মাসের মাথায় তাঁর স্বামীকে তালাক দিতে বাধ্য হতে হয়। এরপর মেহেদী বিভিন্ন সময় মেয়েটির বাড়িতে যাতায়াতের সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর (মেয়েটি) সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে তা অস্বীকার করেন মেহেদী। শেষ পর্যন্তু মেহেদীর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্হাপনের ঘটনায় মেয়েটি বাদি হয়ে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. কাইয়ুম হোসেন জানান, মেহেদী মেয়েটির বাড়িতে সোমবার আসলে বাড়ির লোকজনসহ স্হানীয়রা তাঁকে হাতেনাতে আটক করে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে মঙ্গলবার (০৭-০৪-২০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। মেহেদী হাসানকে ওইদিন আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।