করোনা ভাইরাস
করোনা ঃ বোয়ালমারীতে ৬ জনের নমুনা সংগ্রহ
করোনা ভাইরাস
বোয়ালমারীতে ৬ জনের নমুনা সংগ্রহ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ সোমবার ও মঙ্গলবার (০৭-০৪-২০) দুই দিনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ৬জন জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট রোগির নমুনা সংগ্রহ করে ফরিদপুর সিভিল সার্জন অফিসে প্রেরণ করেছে। উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কমপক্ষে ১০জনের এসব উপসর্গের রোগির নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে। যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের জ্বর, সর্দি কাশি রয়েছে। এদের মধ্যে একজনের আগে থেকে শ্বাস কষ্ট আছে। রিপোর্ট না আসা পর্যন্ত এসব রোগিদের বাড়িতে অন্যদের থেকে আলাদা থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। বেশি সমস্যা হলে হাসপাতালে যোগাযোগ করতে বলেছি।