• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
সালথায় ইসলামি আন্দোলনের বিজয় মিছিল

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা ইসলামি আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্বৈরাচার সরকারের পতনের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরণকারীদের স্মরণে দোয়া ও মাগফিরাত কামনায় আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা আয়োজনে সালথা সদর বাজারের বাইপাস সড়কে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বাইপাস সড়ক থেকে একটি বিজয় মিছিল বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ইসলামি যুব আন্দোলনের সভাপতি হাফেজ কামরুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কারি মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, মাঝারদিয়া ইউনিয়নের ডাঃ মোহাম্মদ হাবিবুর রহমান, সোনাপুর ইউনিয়নের সভাপতি আবুল খায়ের সাহেব, আটঘর ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দাবী আগামী অন্তবর্তীকালীন সরকার গঠনের আলেম ওলামাদের রাখতে হবে তাদের পরামর্শ নিতে হবে। যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতিটা রক্তের বিচার দিতে হবে। শাপলা চত্বরে যাদের হত্যা করা হয়েছে তাদের পরিপূর্ণ বিচার আমরা দাবি করছি। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদের পিলখানায় হত্যা করা হয়েছিলো সেই হত্যার জড়িতদের বিচার করতে হবে। এই কুলাঙ্গার, সন্ত্রাসী স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে এদেশে ফিরিয়ে এনে তাকে ফাঁসি দিতে হবে। এদেশের সংখ্যালঘুদের উপর কেউ হামলা করবেন না। সকলে মিলে তাদের নিরাপত্তা দিতে হবে।

৭ আগস্ট ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।