ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে আমীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। ওই ব্যক্তির এক ছেলে তিন মেয়ে রয়েছে। সে পেশায় কৃষক। এ ঘটনায় আমীর হোসেনের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় ইউডি মামলা করেছে। মামলা নম্বর ৩০।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, আমীর হোসেনের বাড়ি যশোর জেলার বাড়ানা মোল্যা পাড়া। সে বোয়ালমারী
ঠাকুরপুর গ্রামের বাসিন্দা মোফাজ্জেল হোসেনের মেয়েকে বিয়ে করে। বিয়ের পর
শ্বশুর বাড়ি থেকে কৃষি কাজ করতো। সোমবার (০৭-০৯-২০) পারিবারিক কলহের জের
ধরে ভোরে বাড়ির পাশে লাটিম গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা
করে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান বলেন, আমীর হোসেন
পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে
সোমবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে
পাঠানো হয়েছে।