ফরিদপুর চিনিকলে ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ অনুষ্ঠিত
সালেহীন সোয়াদ সাম্মী মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিতঃ 4 বছর আগে
378 বার দেখা হয়েছে
০
মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প ‘ফরিদপুর চিনিকলে’ কর্মরত শ্রমিক কর্মচারীদের ৫ মাসের বকেয়া বেতনসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি, আখচাষীদের আখের মূল্য পরিশোধ, চিনিশিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন (২০২০-২০২১) আখ মাড়াই মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করা, আখ উৎপাদনের স্বার্থে সার,বীজ, কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহ করার দাবি ও ১৫ টি চিনিকল সচল রাখার দাবিতে কেন্দ্রিয় আখচাষী ফেডারেশন ও কেন্দ্রিয় শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক আজ সোমবার বেলা ১২ টা হতে ২টা পর্যন্ত কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কর্মবিরতি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চিনিকলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা ৫ দফা দাবি মেনে নিয়ে ১৫ টি চিনিকল সচল রাখার আহবান জানান,অন্যথায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষনা দেওয়া হয়।