• ঢাকা
  • রবিবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুর চিনিকলে ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ অনুষ্ঠিত

মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প ‘ফরিদপুর চিনিকলে’ কর্মরত শ্রমিক কর্মচারীদের ৫ মাসের বকেয়া বেতনসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি, আখচাষীদের আখের মূল্য পরিশোধ, চিনিশিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন (২০২০-২০২১) আখ মাড়াই মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করা, আখ উৎপাদনের স্বার্থে সার,বীজ, কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহ করার দাবি ও ১৫ টি চিনিকল সচল রাখার দাবিতে কেন্দ্রিয় আখচাষী ফেডারেশন ও কেন্দ্রিয় শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক আজ সোমবার বেলা ১২ টা হতে ২টা পর্যন্ত কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়।

চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু,সহ সভাপতি মনিরুল ইসলাম, আখচাষী কল্যান সংস্থার সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,বিশিষ্ট আখচাষী ওহিদুজ্জামান বাবলু মিয়া,শ্রমিক নেতা আঃ বারিক, মনিরুজ্জামান মিন্টু, মোক্তার হোসেন শাহিন মিয়া  প্রমুখ।

কর্মবিরতি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চিনিকলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা ৫ দফা দাবি মেনে নিয়ে ১৫ টি চিনিকল সচল রাখার আহবান জানান,অন্যথায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষনা দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।