• ঢাকা
  • শনিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫ মামলার আসামি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক রিপন কুমার দাস ওরফে রিপন মোল্যা ওরফে মনিরুজ্জামান ওরফে মনি (৪১) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

যাবজ্জীবন ছাড়াও তার নামে একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ আরও ২৫টি মামলা রয়েছে।

শনিবার (০৭ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন গঙ্গাবর্দী কৃষি কলেজ বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তার আসামি রিপন কুমার দাস ফরিদপুরের মাদক সম্রাট৷ তিনি মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক জীবন-যাপন করে আসছিলেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মাদক মামলায় যাবজ্জীবন সাজাসহ সব মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক বলে স্বীকার করেছেন। রিপন কুমার দাস ওরফে মনিরুজ্জামান মনি আদালতের রায় ঘোষণার পর থেকে ফরিদপুরের কোতোয়ালিসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিলেন।

এছাড়াও তিনি অপর একটি মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি। উপরন্তু, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, মারামারি ও মাদকসহ ২৫টি মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
তাং: ০৭-১০-২০২৩ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।