ফরিদপুরের মধুখালীতে চিনিকল শ্রমজীবি ইউনিয়নের আয়োজনে চিনিকলের মূল গেটে ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে চিনি শিল্প বন্ধের প্রতিবাদ, শ্রমিক কর্মচারীদের বেদন ভাতা সহ সকল প্রকার পাওনাদি পরিশোধ, অবসর প্রাপ্তদের গ্রাচুইটির টাকা প্রদান, কৃষকদের আখের মূল্য পরিশোধের দাবি জানানো হয়।
সভায় চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু বলেন জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবরের হাতে গড়া আমাদের এই চিনিকল। চিনিকল রক্ষা করতে এবং চিনিকলের শ্রমিকদের বেতন ভাতার দাবিতে আমাদের আজ আন্দোলন করতে হচ্ছে। দীর্ঘ ৬ মাস ধরে চিনিকলের শ্রমিকরা বেতন পাচ্ছে না আজ তারা অতি মানবতর জীবন যাপন করছে। আমরা চিনিকল রক্ষায় ও চিনিশিল্পের সাথে জরিতদের বেতনের দাবিতে জাতীয় প্রেসক্লাবে আলোচনা, বিক্ষোপ, অনশন সহ নানা কর্মসূচী পালন করেছি। আমাদের বকেয়া বেতন না দিলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। সভা শেষে শ্রমজীবি ইউনিয়নের একটি প্রতিনিধি দল ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।