ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয় এর ২০০৭ সালের এসএসসি ব্যাচের সকল বন্ধুদের মধ্যে আনিছ একজন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় ব্যাক্তি । সে জীবিকার তাগিদে ছোট একটা মুদির দোকান করতো কিন্তু ৩/৪ মাস আগে সে ব্রেইন স্টক করে । এতে তার সর্ব শরীর অকেজো হলে পরে বলে তার অনেক অসুবিধা হয় ।
গত ২ আগস্ট সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৭ সালের এসএসসি ব্যাচ একটি বন্ধু সমাবেশ নামে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করে এবং সেদিন সবাই আনিছের বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করে কিছু সাহায্য করার প্রতিশ্রুতি দেয় ।
তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় সকল বন্ধুদের সহযোগিতায় তাকে কিছু শুকনো খাবার ও নগদ ৬০০০/- (ছয় হাজার) টাকা তুলে দেওয়া হয় । এ সময় ব্যাচ ২০০৭ এর সকল বন্ধুদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাহিম বিশ্বাস, রাজু, বাদশা, অমৃত, মুজাহিদ, নান্নু, মিজান ও মশাররফ ।