গোমস্তাপুর ও ভোলাহাটে এসভেনটেক্স এর পক্ষে মাস্ক বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে সাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন এসভেনটেক্স (ঝাধহঃবী) এশিয়া লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর ফেরদৌস ইসলাম খোকন। বৃহস্পতিবার ও শুক্রবার তার উদ্দ্যেগে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রহনপুর হাজী রিয়াজ উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ, সমাজকর্মী মাহফুজ, ওয়াদুদ, জাহির রায়হান, মুখসেদুল হাসান সাগর, শিমুল, মাখন, প্রমুখ। করোনাকালে সকলকে সচেতন এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান ফেরদৌস ইসলাম খোকন। এ সময় দুই উপজেলায় প্রায় সাড়ে ১৩ হাজার মাস্ক জনগণের মাঝে বিতরণ করা হয়