পৌর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ১ নং ওয়ার্ড কোয়াটার ফাইনালে উন্নীত
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর পৌরসভা আয়োজিত পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনালে উঠেছে ১ নং ওয়ার্ড একাদশ এদিন তারা প্রতিপক্ষ ২৫ নং ওয়ার্ড একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
মঙ্গলবার বিকেলে প্লে অফ পর্বের খেলায় শহরের কোমরপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের পক্ষে জয় সূচক গোলটি করেন পিয়াস। প্রতিযোগিতায় তাকে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই খেলাটি উপভোগ করে ।
গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন, মিনার বিশ্বাস, ও রেজাউল করিম। চতুর্থ রেফারি প্রণব কুমার মুখার্জি।