• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে ফিলিং স্টেশনে অভিযান, জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে জ্বালানি তেলের মূল্য বেশি রাখায় তিনটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৭ আগস্ট) সকাল ১১ টার দিকে জেলা শহরের ফরিদপুর বাইপাস ফিলিং স্টেশন, মেসার্স রংধনু ফিলিং স্টেশন ও ফরিদপুর পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তেলের পরিমাপ সঠিক পাওয়া গেলেও মেসার্স রংধনু ফিলিং স্টেশনে অতিরিক্ত দাম রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সোহেল মিয়া বলেন, জ্বালানি তেলের দাম অতিরিক্ত নেওয়ার অভিযোগ তিনটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। তেলের দাম বেশি রাখায় এসময় মেসার্স রংধনু ফিলিং স্টেশন নামের একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এ ভোক্তা অধিকার কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।