রাজশাহী ট্রাফিক বিভাগের পক্ষ হতে গোদাগাড়ীতে খাদ্যসামগ্রী বিতরণ
আজ ৭ মে (বৃহস্পতিবার) ইফতারের পূর্বে মাননীয় পুলিশ সুপার রাজশাহী জেলা মহোদয়ের নির্দেশক্রমে ট্রাফিক বিভাগের পক্ষ হতে রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় ৫০টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ১ কেজি আলু এবং ১ কেজি সবজি রয়েছে।টিআই (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সার্জেন্ট মোঃ আতিকুর রহমান, সার্জেন্ট মোঃ মামুন অর রশিদ এবং গোদাগাড়ী ট্রাফিক শাখার সার্জেন্ট শ্রী জগদীশ, টিএসআই মাহবুব, টিএসআই মতিউর রহমান, এটিএসআই মোজাফফর হোসেন, ট্রাফিক কনস্টেবল আবদুল ওয়াহেদের সহযোগিতায় এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।