মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার সমর্থককে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সে উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন মাতুব্বরের পুত্র ও মুরুটিয়া গ্রামের বাসিন্দা। এছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন মিয়ার অনুসারী ছিলেন।
বুধবার সকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম নাজমুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার কাগদী এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।
মামলা সুত্রে জানা যায়, নৌকার পক্ষে নির্বাচন করায় গত ১লা ফেব্রুয়ারি কাগদী বাজারে নাজমুলের নেতৃত্বে মাসুদ মোল্যা নামে এক ব্যক্তির উপর হামলা হয়। এ ঘটনায় তার ভাই ইবাদত মোল্যা বাদী হয়ে ৫জনকে আসামী করে মামলা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনায নাজমুল মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার সকালে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।