নাচোলে করোনা ভাইরাসে মৃত ব্যক্তির কাফন-দাফন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির কাফন-দাফন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় নাচোল হাসপাতালে ৪জন ইমাম ও ৩জন স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ কালে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব, ইউএইচএ ডাঃ সুলতানা পাপিয়া। জানাগেছে, কোভিড-১৯ আক্রান্ত মৃত ব্যক্তির যানাজায় প্রশিক্ষিত এই ৭জন ব্যক্তি ছাড়া কেউ অংশগ্রহন করতে পারবেনা।