সালথা’য় মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষের চারা রোপণ
ফরিদপুরের সালথায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রতি উপজেলায় ১০০টি করে বৃক্ষের চারা রোপণ অনুষ্ঠানে চারা রোপণ ও বিতরন করা হয়েছে। মঙ্গলবার সাকাল ১১টায় উপজেলা চত্বরে এঅনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অধিদপ্তর।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ওয়াদুদ মাতুব্বর, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার। পরিষদ চত্বরে ১ টি বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে চারা রোপণ করার নিমিত্ত গাছের চারা বিতরণ করা হয়েছে।
৭ জুলাই ২০২০