মোঃ আলমগীর কবির,আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৭ই মার্চ) বিকাল সাড়ে ৩টায় থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, শেখ আকরামুজ্জামান কুয়েতি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, জেলা পরিষদের সদস্য শেখ শহিদুল ইসলাম, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফার , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিদ্দিকুর রহমান,যুদ্ধকালীন থানা কমান্ডার শাহ এ কে এম হাফিজ উদ্দিন আল কাদরী,উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপন,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ও প্রেসক্লাবের সভাপতি মোঃ এনায়েত হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও আলফাডাঙ্গা সরকারি কলেজ এর প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় করেন আলফাডাঙ্গা থানার এসআই মিজানুর রহমান।
এ সময় বক্তারা বলেন, গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে।
মাত্র ৫০ বছরে এ অর্জনের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং দেশের সব জনগণের। তাই এ অর্জনটিকে আমরা উদযাপন করছি, কারণ এটি ১৮ কোটি মানুষের অর্জন।
আলোচনা শেষে উপস্থিত সকলে কেক কেটে আনন্দ উদযাপন করেন।