কেরালার কোঝিকোড়ে বিমান দুটুকরো,মৃত ১৪ জন,আহত১২৩
কেরালার কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমান। সেটি পাশের জমিতে গিয়ে পড়ে। তবে আগুন ধরে যায়নি। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ১৮৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ শিশু আছে। এ ছাড়া ছিলেন ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্র। সেটি দুবাই থেকে ফিরছিল। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল এবং উদ্ধারকারী দল। পাঠানো হয়েছে NDRF-এর জওয়ানদের।
বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে বেড়ে হয়েছে ১৪। জখম অবস্থায় আরও ১২৩ জন বিমানের আরোহীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এমনই জানিয়েছেন মালাপ্পুরমের পুলিশ সুপার।