করোনা থেকে আশঙ্কামুক্ত হয়ে হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই পোস্ট দেন, ‘করোনাভাইরাস সাধারণ ফ্লু ছাড়া কিছু নয়!’
টাইমস অব ইন্ডিয়া জানায়, এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প।
করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য দেয়ায় ট্রাম্পের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ফেসবুক ও টুইটার।
মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত পোস্টটি সঙ্গে সঙ্গে ডাউন করে দেয় ফেসবুক।
যদিও পোস্টটি এর মধ্যে ২৬ হাজারেরও বেশিবার শেয়ার হয়েছিল।
এ ব্যাপারে ফেসবুক থেকে জানানো হয়, সামাজিক মাধ্যমে করোনা নিয়ে ভুল তথ্য ও বিভ্রান্তিকর পোস্ট করা হলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হবে। এই ইস্যুতেই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে।
ফেসবুকের পাশাপাশি টুইটারও একই পদক্ষেপ নিয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ট্রাম্প টুইট করেন, ‘করোনা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ২০ বছর আগে যেমন ছিলাম, তার থেকে এখন অনেক ভালো বোধ করি। ’ তার এ পোস্ট ডাউন করে দেয় টুইটার।
এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মিডিয়ার সামনে মাস্ক খুলে ছবির পোজ দিয়েও বিতর্কিত হন ট্রাম্প।
প্রেসিডেন্টের চিকিৎসক শন কোনলের দাবি, ট্রাম্পের অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু তিনি বিপদমুক্ত, সেটা এখনই বলা যাবে না।
ট্রাম্পের রিপোর্ট নেগেটিভ কি না, সে ব্যাপারেও মন্তব্য করতে চাননি শন।