• ঢাকা
  • বুধবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ ইং
মুমিনুল হক অস্ত্রোপচারের জন্য মঙ্গলবার দুবাই যাবে

আঙুলের চোটে পড়া জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক অস্ত্রোপচারের জন্য মঙ্গলবার দুবাই যাবেন।

সোমবার ভিসা হাতে পেয়েছেন মুমিনুল। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, অস্ত্রোপচারে খুব বেশি বিলম্ব করতে চান না তারা। দ্রুতেই সেরে ফেলতে চান।

তাই মঙ্গলবার দুবাই গিয়েই ডাক্তার দেখাবেন মুমিনুল। এরপর অপারেশনের দিন চূড়ান্ত হবে।
মুমিনুল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম দলে ছিলেন। কিন্তু দুই ম্যাচের বেশি খেলতে পারেনি। গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। এতে তার আঙুলের হাড়ে চিড় ধরা পড়ে।

সেই চোট নিয়েই অবশ্য ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। ৭ বলে ৫ রান করে দলকে জয়ের স্বাদ এনে দিয়ে মাঠ ছাড়েন। তবে এরপর জানা যায়, চোট সারাতে অস্ত্রোপচার লাগতে তার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।