কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন
নিরজ্ঞন মিত্র ( নিরু), ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
338 বার দেখা হয়েছে
০
ফরিদপুর সদর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে বাহাদুর পুর আঃ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইলিয়াস মোল্লার সভাপতিত্বে সম্মেলনের উদ্ধোধনী বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খোকন। বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাশারুল আলম বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি ফজলুল করিম ফজলু, সহ- সভাপতি মুস্তাফিজুর রহমান মাসুম।
এসময় আরো উপস্থিত ছিলেন শহর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ টি এম জামিল তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ খান, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, থানা আওয়ামী লীগের সদস্য মোঃ কামাল মোল্লা, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে ৫১ বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসাবে মোঃ ইলিয়াস মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ বাদশা মোল্লা, সাংগাঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান।