• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন ভোরের কাগজের সাংবাদিক

করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন আরো একজন সাংবাদিক। তিনি দৈনিক ভোরের কাগজের সিনিয়র ক্রাইম রিপোর্টার আসলাম রহমান।

আজ বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে মারা যান। তিনি জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আসলামের সহকর্মীদের অভিযোগ, ঢাকা মেডিক্যালে কোনো চিকিৎসা না পেয়েই মারা গেছেন তিনি। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হলেও তাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়নি। এমনকি করোনার উপসর্গ শুনে কোনো চিকিৎসক এবং নার্সও তার কাছে আসেনি বলে অভিযোগ করেছেন তারা।

তবে কয়েকদিন আগে তার করোনা টেস্ট করা হয়েছিল। তখন রেজাল্ট এসেছিল নেগেটিভ। কিন্তু এরপরও তার করোনায় মৃত্যুর আশংকা উড়িয়ে দিচ্ছেন না তারা। কারণ করোনা টেস্টের অরাজকতা এবং প্রায় দিনই ভুলভাল রিপোর্টের খবর আসছে।

আসলাম করোনায় মারা গেছেন কি-না তা নিশ্চিত করতে আবার তার নমুনা পরীক্ষা করা জরুরি।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের মধ্যে সংক্রমণ বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুসারে, দেশে ৬২ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, গতকাল বুধবার করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার স্পোর্টস ডেস্কের সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।

এর আগে গত ২৮ এপ্রিল রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হ‌ুমায়ুন কবীর খোকন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।