• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
দ্বিতীয় সন্তানের বাবা হলেন মাহমুদউল্লাহ

দ্বিতীয় সন্তানের বাবা হলেন মাহমুদউল্লাহ

আবারো বাবা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন।

আগের মত এবারো ছেলে সন্তানের বাবা-মা হয়েছেন রিয়াদ-মিষ্টি দম্পতি। গত রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়। ঘরে নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত রিয়াদের পরিবার। সন্তানসহ পরিবারের জন্য সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
২০১১ সালে প্রিয়তমা জান্নাতুল কাওসার মিষ্টির সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০১২ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম পুত্র সন্তান, নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রাখেন রাঈদ। আবারো একটি ছেলেসন্তান এল তাদের কোলজুড়ে।

বর্তমানে খেলা না থাকায় পরিবারকে সময় দিতে বাধা নেই রিয়াদের। অবশ্য করোনাভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ না হলে এখন পাকিস্তান সফরে থাকত বাংলাদেশ দল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সেই সফরে হয়ত যাওয়াও হত না রিয়াদের।

রিয়াদ জানিয়েছেন, পরিবারের নতুন অতিথিসহ তার স্ত্রী মিষ্টি সুস্থ আছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌, গত রাতে আমাদের দ্বিতীয় ছেলে সন্তানের জন্ম হয়েছে। তাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

করোনাভাইরাসের কারণে রিয়াদকে অবশ্য একটু তটস্থ থাকতে হচ্ছে। সদ্য ভূমিষ্ঠ সন্তানের পাশাপাশি ভাবতে হচ্ছে পরিবারের বাকি সদস্যদের সুরক্ষার কথা। পুরো দেশ অঘোষিত লকডাউনে থাকায় সবারই একটু ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এরই মধ্যে রিয়াদ দ্বিতীয়বারের মত বাবা হলেন। অবশ্য খেলাধুলা বন্ধ থাকায় ক্রিকেটারদের এখন পেশাগত চাপ নেই। রিয়াদ তাই ঘরে বসে সময় দিতে পারবেন পরিবারকে।

আরও পড়ুন ঃ  বছরের সবচেয়ে বড় চাঁদ দেখা যাবে বুধবার 

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।