দেশের বিভিন্ন স্থানে ভুমিকম্প অনুভূত
অনলাইন ডেস্ক:-
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই তিন বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। উৎপত্তিস্থল মিয়ানমারের। এজন্য চট্টগ্রাম ও কক্সবাজারে এ কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের উৎপত্তি হয়। উৎপত্তিস্থল মিয়ানমারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।