• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
দ্রুতই রেমডিসিভির আনছে ইনসেপ্টা, মূল‌্য ৫ হাজার

করোনাভাইরাস প্রতিরোধে সাফল্য পাওয়া যুক্তরাষ্ট্রের অ্যান্টিভাইরাল ড্রাগ ‘রেমডিসিভির’ দ্রুততম সময়ের মধ্যে বাজারে আনার কথা জানিয়েছে ইনসেপ্টা ফার্মা।

বৃহস্পতিবার (০৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওষুধ কোম্পানিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেমডিসিভির মূলত একটি অ্যান্টিভাইরাল ড্রাগ। এটি করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করে। ওষুধটি মূলত তৈরি করছে ইউএসএর একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি, গিলিয়াড সায়েন্স।

বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে- এটি করোনা রোগীদের ক্ষেত্রে কার্যকর, বিশেষ করে যারা মারাত্মকভাবে আক্রান্ত। এজন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অধিদপ্তর শুধুমাত্র এই ওষুধটিকে তাদের দেশে করোনা রোগীদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে।

রেমডিসিভির ইনজেকশন হিসেবে ৫-১০ দিনের মেয়াদ দেওয়া হয়। এরইমধ‌্যে দেশের প্রথম সারির ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এই ওষুধটি উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে। নিনাভির ব্র্যান্ড নাম এই ওষুধটি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ হাতে পাবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ওষুধটির পর্যাপ্ত পরিমাণ সরবরাহও নিশ্চিত করা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিটি ইনজেকশনের মূল্য রাখা হয়েছে ৫ হাজার টাকা। বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষপের কারণে এই ওষুধটি দ্রুততম সময়ের মধ্যে নিয়ে আসা সম্ভব হচ্ছে।

পাশাপাশি এই ওষুধটি যেনো শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীরা পান তাও বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে সরকার সংরক্ষণের ব্যবস্থা করছে।

করোনাভাইরাস প্রতিরোধে সাফল্য পাওয়া যুক্তরাষ্ট্রের অ্যান্টিভাইরাল ড্রাগ ‘রেমডিসিভির’ দ্রুততম সময়ের মধ্যে বাজারে আনার কথা জানিয়েছে ইনসেপ্টা ফার্মা।

বৃহস্পতিবার (০৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওষুধ কোম্পানিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেমডিসিভির মূলত একটি অ্যান্টিভাইরাল ড্রাগ। এটি করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করে। ওষুধটি মূলত তৈরি করছে ইউএসএর একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি, গিলিয়াড সায়েন্স।

বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে- এটি করোনা রোগীদের ক্ষেত্রে কার্যকর, বিশেষ করে যারা মারাত্মকভাবে আক্রান্ত। এজন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অধিদপ্তর শুধুমাত্র এই ওষুধটিকে তাদের দেশে করোনা রোগীদের জন্য ব্যবহারের অনুমোদন দিয়েছে।

রেমডিসিভির ইনজেকশন হিসেবে ৫-১০ দিনের মেয়াদ দেওয়া হয়। এরইমধ‌্যে দেশের প্রথম সারির ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এই ওষুধটি উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে। নিনাভির ব্র্যান্ড নাম এই ওষুধটি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ হাতে পাবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ওষুধটির পর্যাপ্ত পরিমাণ সরবরাহও নিশ্চিত করা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিটি ইনজেকশনের মূল্য রাখা হয়েছে ৫ হাজার টাকা। বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষপের কারণে এই ওষুধটি দ্রুততম সময়ের মধ্যে নিয়ে আসা সম্ভব হচ্ছে।

পাশাপাশি এই ওষুধটি যেনো শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীরা পান তাও বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাধ্যমে সরকার সংরক্ষণের ব্যবস্থা করছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।