আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) বিকালে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় আলমগীর কবীরকে আহবায়ক ও মো. ইয়াছিন আরাফাতকে (শামীম) যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়াও ২৩ জনকে সদস্য করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের এ সিদ্ধান্তে সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল।