এসএম মনিরুজ্জামান ফরিদপুর প্রতিনিধিঃ
মহামারী করোনার কারনে কর্মহীন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ১০০ জন শিক্ষক ও কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখা। শুক্রবার সকালে ফরিদপুর শহরের ময়েজউদ্দীন উচ্চ বিদ্যালয়ে কর্মচারীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা ও সাধারন সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার যুগ্ন-সম্পাদক মোহাম্মদ মাহমুদ আল সিদ্দিকী,শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ফরিদপুর শাখার সভাপতি জহুলুল হক পলাশ,সাধারন সম্পাদক মোঃ নিজাম আহমেদ,যুগ্ন-সম্পাদক মোঃ জুয়েল রানা। অনুষ্ঠানে ৩৫ জন কর্মচারীর হাতে ইফতার সামগ্রী হিসেবে মুড়ি,খেজুর,ছোলা,চিনি,ব্যাসন প্রদান করা হয়। বাকি ৬৫ জনের বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌছায় দেওয়া হবে বলে জানান অয়োজকরা।