• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
সদরপুরে কৃষকদের পাটবীজ চাষী প্রশিক্ষণ

ছবিঃ ফরিদপুরের সদরপুরে পাটবীজ চাষি কৃষকদের প্রশিক্ষণ।

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর, আকোটেরচর, ভাষানচর প্রান্তিক তিন’টি ইউনিয়নের একশ’জন পাটবীজ চাষি কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মোঃ জিয়াউর রহমান খান,সহকারী প্রকল্প পরিচালক পাট অধিদপ্তর ঢাকা, উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়, ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা, মোঃ মতিয়ার রহমান, চরভদ্রাসন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল নোমান।

চাষীদের প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক তাৎপর্য তুলে ধরা হয়। উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নের মাঝে কৃষ্ণপুর, আকোটেরচর ও ভাষানচর সবচেয়ে বেশী পাট উৎপাদনকারী অঞ্চল হিসাবে রয়েছে। প্রতিবছর প্রান্তিক এ অঞ্চলের জনগোষ্ঠী পাটের চাষাবাদ করে আর্থিকভাবে লাভবান হয়ে থাকেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।