• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
ইউএনও ওয়াহিদা ও ওমর আলীর ওপর হামলার প্রতিবাদে সালথায় মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খান ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে ফরিদপুরের সালথায় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সালথা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, কমান্ডার বাচ্চু মাতুব্বর, মুক্তিযোদ্ধা কাদের মাতুব্বর, মুক্তিযোদ্ধার সন্তান সৈয়দ নাজমুল হোসেন লিটু, শিক্ষক জাহিদুর রহমান প্রমুখ।

বক্তারা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী ও তার কন্যা ইউএনও ওয়াহিদা খানমের ওপর সন্ত্রাসী হামলায় জরিত আসামিদের দ্রুত বিচার দাবি করেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। মানববন্ধনে সালথা উপজেলার মুক্তিযোদ্ধা ও শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

উল্লেখ্য, বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের উপর হামলায় চালায় সন্ত্রাসীরা। হামলায় গুরুত্বর আহত হন ইউএনও এবং তার বাবা।

৮ সেপ্টেম্বর ২০২০

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।