প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতকে শক্তিশালী করতে ডিলারদের মাধ্যমে ভর্তুকি দিয়ে কৃষককে সার প্রদান করছে। তারই অংশ হিসেবে ফরিদপুরে ২০১৯-২০ অর্থ বছরে কৃষি মন্ত্রনালয়ের ‘কৃষি ভর্তুকি ব্যবস্থাপনা’ খাত হতে জেলার ১২০ জন সার ডিলারের মাঝে ভর্তুকির এ চেক তুলে দেওয়া হয়। ৮ জুলাই বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অতুল সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিলারদের হাতে চেক তুলে দেন।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনার সময়েও সরকারের গুদামে পর্যাপ্ত সার মজুদ, বাজারে সারের কোন সঙ্কট নেই। কেউ সার নিয়ে গুজব ছড়িয়ে কৃত্রিম সঙ্কট সৃষ্টি-মূল্য বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরকার প্রতিকেজি সারের জন্য ৯ টাকা করে ভর্তুকি দিচ্ছে। জেলায় মোট ১৪২১.১৩ মে. টন সারের বিপরীতে ১ কোটি ২৭ লক্ষ ৯০ হাজার ১ শত ৭০ টাকা ভর্তুকি দিয়েছে। এর পরেও যদি কোন প্রকার অনিয়মের অভিযোগ উঠে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, নেজারত ডেপুটি কালেক্টর আশিক আহমেদ , জেলার বি সি আই সি সার ডিলারের সভাপতি সহ উপজেলা থেকে আসা বিভিন্ন ডিলারগণ।