• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৪ ইং

ফরিদপুরে সাংবাদিকদের মাঝে

প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তার চেক বিতরণ জেলা প্রশাসকের

চেক বিতরণ করছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফরিদপুর জেলা সভাপতি ও জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, ‘সচেতনতামূলক কর্মকান্ডে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের কথা মানুষ খুব গুরুত্ব দেয়। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যখন গ্রামাঞ্চল বা জনবহুল এলাকায় গমন করেন, তখন বাল্য বিবাহ, কুসংস্কার বন্ধের ব্যাপারে জনগনকে সচেতন করতে পারেন। একই সাথে শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন, নারী অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা কাজ করতে পারেন।

জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের তৃণমূল পর্যন্ত এজেন্ট রয়েছে। তাই সামাজিক সমস্যা দূরীকরণে তারা বিশেষ দায়িত্ব পালন করতে পারেন। সামাজিক শৃঙ্খলা বজায় রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকদের সাথে কাজ করার ঘোষনা প্রদান করেন অতুল সরকার।

তিনি আজ ০৮ অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী,সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, প্রথম আলো ফরিদপুর অফিস প্রধান পান্না বালা প্রমুখ।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার ৪১…

Posted by জেলা প্রশাসন, ফরিদপুর on Wednesday, 7 October 2020

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠান শুরু হয়। এতে করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে থেকে ক্ষতিগ্রস্থ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে ১০ হাজার টাকা সহায়তার সিদ্ধান্ত মোতাবেক ফরিদপুর জেলার আবেদিত ৪১ জনের মধ্যে চেক বিতরণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।