• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
বরকত-রুবেল ও তাদের স্ত্রীদের সহ ৮৮ টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ আদালতের

বরকত-রুবেল ও তাদের স্ত্রীদের সহ ৮৮ টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

অবৈধ উপায়ে দুই হাজার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে হওয়া মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তাঁর ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ পাঁচ জনের ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

অন্য তিনজন হলেন-বরকতের স্ত্রী আফরোজ আক্তার পারভীন, রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজ পুনম ও আব্দুস সাদেক মুকুল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত নির্দেশ দেন।

এর আগে আদালতে সিআইডি তদন্তের স্বার্থে তাঁদের প্রত্যকের ব্যাংক হিসাব জব্দের জন্য আবেদন করেন। পরে আদালত সিআইডির আবেদন মঞ্জুর করে বরকত ও রুবেলসহ পাঁচজনের ৮৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন।

উল্লেখ, গত ২৬ জুন ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে প্রধান আসামি করে অবৈধ উপায়ে দুই হাজার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় মামলাটি দায়ের করে সিআইডি।

এর সাথে সংশ্লিষ্টতা থাকায় একে একে গ্রেপ্তার করা হয় ১৫ জনের মতো। তাদের সকলেই আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।  সংবাদ সুত্র ঃ সময়ের সংবাদ

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।