• ঢাকা
  • শুক্রবার, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে বৃক্ষ রোপনে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান

মাহবুব পিয়াল,ফরিদপুর জেলা প্রতিনিধি :
বৃক্ষ রোপনে বিশেষ অবদান রাখায় ফরিদপুরে স্কুল শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম ,ব্যবসায়ী মোহাম্মদ জিল্লুর রহমান রাহাত ও সাংবাদিক হারুন আনসারী কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের আয়োজনে শনিবার (৮জুন) সকাল ১০টায় শহরতলীর সাদীপুর পদ্মা নদীর পাড়ে বৃক্ষের চারা রোপণ, চারা বিতরণ, সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে তাদেরকে এই সম্মননা প্রদান করা হয়। অনুষ্টানে স্বেচ্ছায় ফরিদপুর জুড়ে দীর্ঘদিন যাবৎ বৃক্ষের চারা রোপন করায় ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, নিজ শিল্প প্রতিষ্টানে ব্যাপক বৃক্ষ রোপন করায় ভিকটর গ্রুপের সিইও মোহাম্মদ জিল্লুর রহমান রাহাত ও পরিবেশ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বাংলাভিশন টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন আনসারী কে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।
পরিবেশ উন্নয়ন ফোরাম ফরিদপুরের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষপ্রেমীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাকাহীদ হোসেন। ।অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর,ফরিদপুরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার । এ সময় আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক ডাবলু, স্থানীয় ইউপি মেম্বার আসাদুজ্জামান বিপুল,নারী নেত্রী সাবিনা লুসি,শিক্ষক নেতা লোকমান হোসেন, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মো: বেলায়েত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মনির।
পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বৃক্ষের চারা বিতরন ও পদ্মা পাড়ে বৃক্ষের চারা রোপন করেন অনুষ্টানের প্রধান অতিথি ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাকাহীদ হোসেনসহ অতিবিৃন্দরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।