• ঢাকা
  • শুক্রবার, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
চরভদ্রাসনে ভুমি সেবা সপ্তাহর উদ্বোধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ভুমি সেবা সপ্তাহ-২০২৪খ্রি. এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন। পরে উক্ত কার্যালয় প্রাঙ্গনে রঙিন বেলুন উড়িয়ে ভুমি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয় এবং কার্যালয়ের গোল ঘরে কেক কেটে ভুমি সেবা বুথ স্থাপন করা হয়। উক্ত বুথে চান্দিনা ভিটি ম্যানেজম্যান্ট সফটওয়ারের মাধ্যমে অনলাইন চান্দিনা ভিটি নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সাথে দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে ভুমি সেবা সংক্রান্ত অনস্পর্ট সেবা কার্যক্রমের প্রচারনা করা হয় এবং ভুমি সেবা সম্পর্কে উপকারভোগীদের মতামত ও পরামর্শ গ্রহনের জন্য বুথ খোলা রাখা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফসল বিন করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার আলী মোল্যা। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বীথি ও মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে ভুমি সেবা সম্পর্কিত আলোচনায় অন্যান্যর মধ্যে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, আবুল কালাম ও হাজ্বী ডাঃ জয়নূল আবেদীন প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফসল বিন করিম বলেন, “ভুমি সেবা গ্রহন সংক্রান্ত প্রত্যেক সাধারন নাগরিকের সমস্যাগুলো আগে শুনে তা একে একে সপ্তাহ জুড়ে সমাধান দেওয়া হবে এবং জনগণকে যাতে করে আমরা ষ্মার্ট ভুমি সেবা দিতে পারি সে ব্যাবস্থা নেওয়া হবে”।
আর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বীথি বলেন, “অত্র কার্যালয়ে অনলাইন ভুমি কর আদায় এবং সরকারি নির্দিষ্ট ফি’র বিনিময়ে জমির নামজারী কার্যক্রম চালু রয়েছে। কেউ যদি নির্দিষ্ট ফি’র বাইরে একটি টাকাও কোনো কর্মচারীর পিছনে খরচ করেন তবে তা প্রমান পেলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে”।
#
মোঃ মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর
তাং-০৮/৬/২০২৪ খ্রিঃ

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।