ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবে এলইডি স্মার্ট টেলিভিশন প্রদান করেছেন নগরকান্দা পৌর যুবলীগের সাবেক সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুজ্জামান মিঠু।
আজ বৃহস্পতিবার সকালে নগরকান্দা প্রেসক্লাবের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস এর হাতে এ টিভি তুলে দেন কামরুজ্জামান মিঠু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, সাবেক কমান্ডার লিয়াকত আলী ফিরোজ লস্কর, পৌর কাউন্সিল লিয়াকত হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকিব, কোয়ালিটি বাংলা টিভি প্রতিনিধি শফিকুল খান জনি সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত সাংবাদিকরা কামরুজ্জামান মিঠুকে ধন্যবাদ জানান।
এ সময় কামরুজ্জামান মিঠু বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত কাজে ছুটে বেড়ান, অক্লান্ত পরিশ্রম করেন। তাই তাদের কথা চিন্তা করে তাদের বিনোদনের জন্য এটি আমার সামান্য উপহার।