• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সংবাদ সম্মেলনে

আলফাডাঙ্গায় মামলার বাদীকে হত্যার হুমকির অভিযোগ

গতকাল ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে অনুষ্ঠিত এ সম্মেলনে অহিদুজ্জামান বলেন, ‘বেড়িরহাট বাজারের উত্তর অংশে আমি একটি বহুতল ভবন নির্মাণ শুরু করি। ইতোমধ্যে একতলা ভবনের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। কিন্তু নির্মাণ কাজের শুরু থেকেই খালিদ মোশাররফ রঞ্জু ও তার কিছু সহযোগী আমার নির্মাণাধীন ভবনের সামনে এসে কাজে বাধা দেয় ও ভবনের কাজ করতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমার কাজ বন্ধ করে দেয়।

সর্বশেষ গত ২৯ অক্টোবর সকাল ৯টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি খোরশেদ শেখকে নিয়ে ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু করতে গেলে খালিদ মোশাররফ রঞ্জু ও তার সহযোগী লোকজন এসে আমাকে মারধরসহ ভবনের নিচতলায় ভাঙচুর করে। এ ঘটনায় ২ নভেম্বর হামলাকারী ১৪ জনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করি। এর পর থেকে অভিযুক্তরা আমাকে ও আমার মামলার সাক্ষীদের মামলা তুলে নিতে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে।

বাদীকে হুমকির কথা অস্বীকার করে মোশাররফ হোসেন রঞ্জু মুঠোফোনে বলেন, আমাকে রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করতেই আমার প্রতিপক্ষ মিথ্যার আশ্রয় নিয়েছে।

প্রতিপক্ষ যে সময় মামলায় উল্লেখ করেছে সে সময় আমি কোমায় ছিলাম তা আদালতেই প্রমাণ করবো ইনশাল্লাহ্।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।