কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় আলফাডাঙ্গায় পাহাড়া দেয়া সত্বেও দুর্ধর্ষ চুরি হয়েছে।
উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে অবস্থিত
বানা নৌ-কল্যাণ সমাজ কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, ৫৪ জন নাবিক সদস্য নিয়ে ২০২২ সালের ১ জানুয়ারি বানা নৌ-কল্যাণ সমাজ নামে একটি সমিতি যাত্রা শুরু করেন। বানা বাজারে সংগঠনটির একটি অস্থায়ী কার্যালয় রয়েছে। গত ৫ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত কার্যালয়টির মালামাল অক্ষত ছিলো। কিন্তু ৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কার্যালয়টিতে এসে টিনের ঝাপের নিচের অংশ ও উত্তর পাশের দরজাটি খোলা দেখতে পায়। পরে তিনি লোকজন ডেকে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে দেখেন ড্রয়ারের তালা ভাঙা ও সব জিনিসপত্র এলোমেলো রয়েছে। পরে খোঁজ নিয়ে দেখেন, কার্যালয়ের টিনের ঝাপের তালা ভেঙে কে বা কাহারা ভিতরে প্রবেশ করে একটি এলইডি টেলিভিশন, দুইটি ফ্যান ও ড্রয়ারে রক্ষিত কিছু কাগজপত্র ও নগদ অর্থসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
বানা বাজার বনিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, ‘ব্যবসায়ীদের মধ্য থেকে প্রতিরাতে চারজন বাজার পাহারা দেন। কিন্তু তাদের অজান্তে বাজারের বানা নৌ-কল্যাণ অফিসের মালামাল নগদ অর্থ সহ প্রায় অর্ধ লক্ষাধিক মালামাল চুরি হয়েছে।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কবীর হোসেন
তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৪