ফরিদপুর সামাজিক প্রতিরোধ কমিটির নারী দিবস পালন
ফরিদপুর সামাজিক প্রতিরোধ কমিটির নারী দিবস পালন
“প্রজন্ম সমতায় এগিয়ে চলি, নারীর অধিকার অর্জন করি” শ্লোগানকে সামনে রেখে ফরিদপুর স্বাধীনতা চত্বরে সামাজিক প্রতিরোধ কমিটি, ফরিদপুর এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস- ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের ফরিদপুর এর সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা।
এছাড়াও বক্তব্য রাখেন ব্লাষ্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, ফরিদপুর আভার নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার, সনাক ফরিদপুরের আব্দুর রহমান, নারী নেত্রী হোসনে আরা খানম, নারী নেত্রী ডিউভি সিকদার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদ,ফরিদপুর ব্লাস্ট, ফরিদপুর সনাক,টিআইবি, ব্র্যাক, আভা, পথকলি, আস্তা, প্রতিবন্ধী নারী পরিষদ ও পি এস টি সি এর কর্মকর্তারা অংশগ্রহন করেন।