• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
গুইমারাতে অবৈধভাবে বালু তোলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির গুইমারাতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ।

সোমবার দুপুর সাড়ে বারটায়  গুইমারার সিন্ধুকছড়ির মুখপাড়াতে  অভিযান পরিচালনা করেন  গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। বালু মহাল ও মাটি ব্যাবস্হাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অভিযোগে  ১৫(১) ধারায় আলমগীর পিতা সোনা মিয়া বড়থলি,কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাতক্ষণিক ৫০ টাকা জরিমানা পরিশোধ করেন অভিযুক্ত আলমগীর ।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন  ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। যেই সরকারের অনুমোদন ছাড়া বালু উত্তোলন ও পাহাড় কাটার সাথে জড়িত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য যে প্রশাসন ও সরকারের রাজস্ব ফাকি দিয়ে একটি গ্রুপ বালু উত্তোলন ও মাটি কাটা চালিয়ে যাচ্ছিল বেশকিছু দিন যাবৎ। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।