• ঢাকা
  • শুক্রবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ ইং
বকশিগঞ্জ বুরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি

অভ‌্যন্তরীন বো‌রো ধান সংগ্রহ ২০২০ মৌসু‌মে ইউ‌নিয়ন পর্যা‌য়ে কৃষক নির্বাচন উপল‌ক্ষে উন্মুক্ত লটারী করা হ‌য়ে‌ছে।

আজ ৮ জুন (‌সোমবার) জামালপুরের বক‌শীগঞ্জ উপ‌জেলা খাদ‌্য বিভা‌গের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ সভাক‌ক্ষে উন্মুক্ত লটারী অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
উপজেলা প্রশাস‌ন ও কৃষি বিভা‌গের সহ‌যো‌গিতায় উন্মুক্ত লটারী করা হয়। এসময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আব্দুর রউফ তালুকদার, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আ.স.ম জাম‌শেদ খোন্দকার, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার আলমগীর আজাদ, খাদ‌্য প‌রিদর্শক শামীমা নাস‌রিন।
এছাড়াও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ ম‌ফিজ উ‌দ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাধুরপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান নজরুল ইসলাম লিচু সহ আ‌রোও অ‌নে‌কেই উপ‌স্থিত ছি‌লেন।
সং‌শ্লিষ্ট সূ‌ত্রে জানা যায়,​ বক‌শীগঞ্জ উপ‌জেলায় ১৫ হাজার কৃষ‌কের নিকট অভ‌্যন্তরীন বো‌রো মৌসু‌মে ২ হাজার ২৬৮ মে‌ট্রিক টন ধান সংগ্রহ করা হ‌বে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।