• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
গলাচিপায় করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় করোনার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

প্রথম ডোজ দেওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে উপজেলায় ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কর্মসূচি শুরু হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন উপস্থিত থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি নিজেই প্রথম দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় টিকা নেন। যারা প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। সকাল ৮টার আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে হাজির হন টিকা গ্রহণকারীরা। তারা লাইন দিয়ে একে একে টিকা গ্রহণ করেন। দুপুর আড়াইটা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার ৩টি কেন্দ্রে টিকা প্রদানের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রথম দিনে উপজেলার ২২৬ জনকে টিকা দেয়া হয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে দ্বিতীয় ডোজের ৬ হাজার টিকা এসেছে। পর্যায়ক্রমে আরও টিকা আসবে। সব কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম শুরু হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।