মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
কক্সবাজার জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলামের নিহত হওয়ার প্রতিবাদে ফরিদপুর জেলা শ্রমিকলীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সোমবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
বিকাল সাড়ে চারটায় ফরিদপুর জেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইমান আলীর নেতৃত্বে কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম জহির জামাত শিবির সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে প্রেসক্লাব পর্যন্ত একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক জনাব সাইদুর রহমান হিরু,সহ-সভাপতি জনাব শওকত আলী মোল্লা, আবুল কালাম আজাদ,ইউনুস আলী প্রমূখ।
উল্লেখ্য গত ০৫ নভেম্বর রাত১০.০০ টায় লিংকরোডে নিহতের আপন ছোট ভাই কক্সবাজার জেলার ঝিলংজা ইউপি নির্বাচনের সদস্য প্রার্থী বর্তমান মেম্বার কুদরত উল্লাহ শিকদার এর নির্বাচনী অফিসের সামনে একদল দুর্বৃত্ত অতর্কিত গুলি করে পালিয়ে যায়।গুলিবিদ্ধ জহির ও কুদরত উল্লাহকে চমেক মেডিকেল হাসপাতালে নেয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম মারা যান।
এ সময় বক্তারা জহিরুল ইসলামের হত্যাকারীদের কে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা এ ব্যাপারে প্রশাসনকে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।