করোনা প্রতিরোধে নিরলসভাবে কাজ করছেন ইউএনও হাসিব সরকার
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
করোনাভাইরাস (কভিড-১৯) এর প্রাদূর্ভাবের এই দুঃসময়ে ফরিদপুরের সালথায় নিরলসভাবে কাজ করে চলেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। করোনাভাইরাস প্রাদূর্ভাব প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দেশে চিকিৎসক, সেনাবাহীনি ও পুলিশ সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এছাড়াও কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে প্রধানমন্ত্রীর ত্রান পৌঁছে দিচ্ছেন তিনি।
জানা যায়, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার উপজেলার বিদেশ ফেরত ১২১জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য চিকিৎসক ও পুলিশকে সহযোগিতা করেছেন। বর্তমানে সকলের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম ইফতেখার আজাদ জানিয়েছেন। এই প্রাদূর্ভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও জনসমাগম রোধে হাট-বাজারের মোবাইল কোর্ট পরিচালনা করছেন তিনি। করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান পৌঁছে দিচ্ছেন। এছাড়াও মাননীয় সংসদ উপনেতা বীরমুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে দেওয়া খাদ্যসামগ্রী ও পার্সনাল সুরক্ষা পিপিই ও হ্যান্ডগ্লোবস সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বারের উপস্থিতিতে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এ প্রতিবেদককে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দেশনায় শুরু থেকেই উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে বিদেশ ফেরত ১২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছিলো। বর্তমানে সকলের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।
তিনি আরো বলেন, করোনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে স্থিতিশীল রাখতে উপজেলা সকল বাজার মনিটরিং করা হয়েছে। জনসমাগম রোধে আমি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলার বিভিন্ন হাট-বাজারে ও চায়ের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করছি। ইতিমধ্যে আইন অমান্য করায় বেশ কিছু লোককে জরিমানাও করা হয়েছে। এছাড়াও কর্মহীন হয়ে পড়া অসহায় ২হাজার ৫শ’ পরিবারের বাড়িতে বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান পৌঁছে দেওয়া হয়েছে। ত্রান পৌঁছানোর কাজে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ইউপি চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ কাজ করেছেন। তাই বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য উপজেলাবাসীকে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি দুপুর ১ টার পর ঔষধ ও চিকিৎসালয় ছাড়া সকল দোকানপাট বন্ধ রাখার আহ্ববান করছি।