পাঁচ মাস যাবত নিখোঁজ সাদীপুরের গৃহবধূ নাজমা বেগম ও তার পুত্রকে
মাহবুব পিয়াল,ফরিদপুর :
দীর্ঘ প্রায় পাঁচ মাস যাবত নিখোঁজ ফরিদপুরের সাদীপুর গ্রামের গৃহবধূ নাজমা বেগম (৩০)এবং তার পুত্র আব্দুর রহিম শেখ (১১)।
গৃহবধূ নাজমা বেগমের স্বামী কালাম শেখ (৬০)বুধবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের জানান, গত ২২ জুলাই’২৪ সন্ধ্যা সাতটাযর দিকে তার স্ত্রী নাজমা বেগম তার পুত্র সন্তান রাহিম শেখকে সঙ্গে নিয়ে সাদীপুর গ্রামের নিজ বাড়ী থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়।
পরবর্তীতে আমার স্ত্রী, আমার পুত্র সন্তানকে সাম্ভাব্য সকল জায়গায় খুজাখুজি করেও পাওয়া যাইনি। এ ব্যাপারে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং ৪০৩ তারিখ ৫/৯/২০২৪ ইং। ভুক্তভোগী কালাম শেখ তার স্ত্রী এবং পুত্রর সন্ধান দেবার জন্য সাংবাদিকদের মাধ্যমে সর্বস্তরের জনগণের নিকট আহ্বান জানান ।