সাভারে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলেন মেয়র
সুমন ভূঁইয়াঃ সাভারের ১৫০ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার পৌঁছে দিয়েছেন পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি। সাভার পৌরসভার অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের হাতে এ খাদ্য উপহার তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ডাল, আলু, ও পেঁয়াজ।
পৌর মেয়র হাজী আব্দুল গণি বলেন, সারাদেশের ন্যায় সাভারেও দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই মহামারীর সময় যেন মসজিদের ইমাম মুয়াজ্জিনরা কষ্ট না পান তাই প্রধানমন্ত্রী তাদের জন্য এসব উপহার সামগ্রী প্রদান করেছেন।
এসময় করোনা আক্রান্ত সাভারবাসীসহ সারা দেশের মানুষের জন্য করোনা মুক্তির দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাভারের ইমামদের নেতা মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।