• ঢাকা
  • শনিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৪ ইং
বাগমারায় বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

রাজশাহীর বাগমারায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০তম জন্মদিন পালিত হয়েছে। আজ শনিবার (৮ আগষ্ট) বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” প্রতিপাদ্যকে ঘিরে শনিবার বেলা ১১ টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার এ.কে.এম. ওয়াহিদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

অন্যান্যের মধ্যে হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি অফিসার রাজিবুর রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য ওমর আলী, কাউন্সিলর হাচেন আলী, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি আব্দুল জলিল, জেলা পরিষদ সদস্য মাহামুদুর রহমান রেজা, জেলা আ’লীগের সাবেক সদস্য জাহানারা বেগম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর সহ আ’লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০ তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র জন্মদিনে উপজেলার বিভিন্ন এলাকার ৬ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।