মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-৮/১২/২০২৩
ফরিদপুর – বরিশাল মহাসড়কের ভাঙ্গা কুমার নদের উপর জোড়া ব্রিজের নিচ থেকে শুক্রবার সকালে কলেজ ছাত্রে সৌরভ মালোর লাশ উদ্ধার করছে ভাঙ্গা থানা পুলিশ। সৌরভ মালো নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রামের স্বপন মালোর ছেলে ও ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিল।
নিহতের চাচা অমল মালো জানান, গত ৬ তারিখে আমার মেয়ে পিয়াঙ্গার জন্মদিন উপলক্ষে সৌরভ ঢাকা যায়। পরদিন ৭ তারিখ বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে নগরকান্দার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার সময় আমাদের সাথে মোবাইলে কথা হয়। সে বলেছে আমি কিছুক্ষণের মধ্যে ভাঙ্গায় গাড়ি থেকে নামবো। এরপর থেকে তার মোবাইলে আর কথা বলতে পারি নাই । রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান আমরা পাইনি। আমাদের ধারণা আমার একমাত্র ভাতিজাকে পরিকল্পতভাবে হত্যা করে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম জানান, গতরাতে আমাদের কাছে সৌরভের পরিবারের লোকজন থানায় এসেছিল। সারারাত পুলিশ সহ তারা অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে ১টি ভাঙ্গা কুমার নদীর উপর নির্মিত জোড়া ব্রিজের নিচে একটি লাশের সন্ধান পাই। ঘটনাস্থল পরিদর্শন করে সৌরভের মরদেহ উদ্ধার করি। লাশের গলায় ও পায়ে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তদন্ত চলছে, লাশটি ময়না তদন্তের জন্য আজ ফরিদপুর মার্গে প্রেরণ করা হবে।
এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।