বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি’র ও তার স্ত্রী রূপা চৌধুরী, বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সহধর্মিণী বেগম হাবিবুন নাহারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ায় আসরবাদ আল আরাফা ইহসানুল দারুল উলুম মাসরাসায় জেলা যুবলীগের সদস্য এসএম আশফাকুর রহমান রাজিবের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুবলীগ নেতা ও ইউপি সদস্য আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ।
অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান, আরাফাত প্লট মালিক সমিতির সহ-সভাপতি সোহেল আহম্মেদ, আশরাফ মুন্সি, আবুল কালাম মন্ডল, বাবুল মোল্লা, হারুন অর রশিদ, আব্দুস সাত্তার, যুবলীগ নেতা লাভলু খান, আব্দুর রহিম সরদার, মইন জোয়ার্দার, আসাদুজ্জামান, আবুল কালাম, মেহেদী হাসান, আব্দুর রহমান জাহাঙ্গীর, আক্তার আহম্মেদ সবুজ ও মিজানুর রহমান প্রমুখ।