দেবীদ্বারে বাবা শিশুকে কোলে নিয়ে ঘুমাচ্ছিল শিশু ঘুম থেকে আড়াল হয়ে পানিতে ডুবে লাশ
কুমিল্লা দেবীদ্বার পৌর বারেরা নিজাম বাড়ির মোঃ রুহুল আমীন’র দেড় বছরের এক মাত্র ছেলে সাইদুর রহমান শনিবার দুপুরে পানিতে ডুবে মৃত্যু বরন করেন।
পারিবারিক সৃত্রে জানা যায় শিশু সাইদুর রহমান তাঁর বাবার কোলের গুম থেকে বাবাকে গুমে রেখে আড়াল করে চলে যায়। ছেলের মা হেপী আক্তার ছেলেকে গুমন্ত অবস্থায় না দেখে বাড়ির চার দিকে খুজা-খুজির পর পুকুর পাড়ে গিয়ে ছেলেকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’এ নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওই দিকে দর্জি পেশায়ী বাবা রুহুল আমিন ও মাতা হেপী আক্তার একমাত্র ছেলেকে হারিয়ে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।